দোয়ারাবাজারে আত্মগোপনে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীর বাড়িতে হামলা 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে গত ৫ ই আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবর প্রকাশ হওয়ার পর পরই দোয়ারাবাজার উপজেলা সহ এলাকার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল বের করে হাজারো ছাত্র জনতা।

এতে এক ধরনের ভীতি সঞ্চার হওয়ায় ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন উপজেলা আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সমস্ত নেতাকর্মীরা। এর পর থেকেই  আত্মগোপনে যাওয়া এসব নেতা কর্মীদের বাড়ি ঘরে  হামলা, লুটপাট ও ভাঙচুর শুরু করেছে দুর্বৃত্তরা।

আত্মগোপনে যাওয়া নেতাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় শীর্ষ পদধারী নেতারাও রয়েছে। ফলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সহ সাধারণ সম্পাদক রাশিদ আলী এবং তাহার পুত্র দোয়ারা বাজার ডিগ্রি কলেজ ছাত্র লীগের প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ।এবং ৫ই আগষ্ট এর পর ওনার বাবা দেশ চেরে পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান।

আত্মগোপনে থাকা দোয়ারাবাজার ডিগ্রি কলেজ ছাত্র লীগের প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ মোবাইলফোনে এক ক্ষুদে বার্তা পাঠিয়ে বলেন, গত ৫ ই আগষ্ট অর্ধশতাধিক দুর্বৃত্তরা আমার বাড়িতে হামলা ও লুটপাট  আমার ঘর বাড়ি ভাঙচুর এবং আগুনে পুড়িয়ে দেয়।  প্রাণ বাঁচাতে আমি বর্তমানে যুক্তরাজ্য আত্মগোপনে আছি। এবং আমার বাবা ভারতে পলাতক আছেন।  আমার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ বাহিনীর কর্মবিরতির কারণে জন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। গত তিন দিনের বেশি সময় ধরে দোয়ারাবাজার থানার প্রধান ফটক বন্ধ রেখেছে পুলিশ। এতে এলাকায়  অপরাধ সংঘটিত হওয়ার প্রবণতা বেড়েছে। ##