স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার এসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই শেখ মিজানুর রহমান, এএসআই মো. নাজমুল হোসেন, এএসআই মো. আবুল তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার খেজুরীছড়া চা বাগান এলাকা থেকে সিআর-২৪৫/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি খীর খন্দ এর ছেলে গীর খন্দ, গীর খন্দেও ছেলে মলিন খন্দ, মিলন খন্দের স্ত্রী রুকমনী খন্দ (পিচু), মিলন বাউরীরর স্ত্রী ফুলমনি বাউরী মিলন বাউরীর মেয়ে শ্যামল বাউরীকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌরভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার এসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই শেখ মিজানুর রহমান, এএসআই মো. নাজমুল হোসেন, এএসআই মো. আবুল তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার খেজুরীছড়া চা বাগান এলাকা থেকে সিআর-২৪৫/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি খীর খন্দ এর ছেলে গীর খন্দ, গীর খন্দেও ছেলে মলিন খন্দ, মিলন খন্দের স্ত্রী রুকমনী খন্দ (পিচু), মিলন বাউরীরর স্ত্রী ফুলমনি বাউরী মিলন বাউরীর মেয়ে শ্যামল বাউরীকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌরভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।