দোয়ারাবাজার থানায় আ”লীগ ও ছাত্রলীগ নেতা সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা 

সুনামগঞ্জ প্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলা ,আওয়ামী লীগের সহকারি সাধারন সম্পাদক রাশিদ আলীকে ১নাম্বার এবং তার পুত্র দোয়ারাবাজার ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ কে ২নম্বার আসামী করে ৪০ জনের বিরুদ্ধে
 দোয়ারাবাজার থানায় মামলা নং-৪৪/২৪ এবং জি.আর. মামলা নং- ৭৫/২৪ দায়ের করা হয়েছে।

গত ১৪ আগস্ট ২৪ ইং সকালে দোয়ারাবাজার থানায় উপস্থিত হয়ে আন্দোলনে গুলিবিদ্ধ জহুর আহমদের ভাই হাফিজ আহমেদ বাদী হয়ে স্থানীয় চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহকারি সাধারন সম্পাদক রাশিদ আলী এবং তার পুত্র দোয়ারাবাজার ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ সহ আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও  ছাত্রলীগের ১৭জনের নাম উল্লেখ কের ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।
গত ৪ আগস্ট ২৪ইং সকাল ১১ ঘটিকার সময় দোয়ারাবাজার ডিগ্রি কলেজের সামনে  আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণের ফলে ৭/৮জন গুলিবিদ্ধ  হয়। এবং ১জন ছাত্র গুলিবিদ্ধ ফলে মারা যায়। যার ফলে  এ হত্যা মামলা  দায়ের করা হয়।

মামলার বাদি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী গ্রামের মোঃ নাজিম আহমেদ এর পুত্র হাফিজ আহমেদ এ হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মামলার আসামী উপজেলা ,আওয়ামী লীগের সহকারি সাধারন সম্পাদক রাশিদ আলী ও দোয়ারাবাজার ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ এর বাড়িতে গত ৫আগস্ট একদল বৈষম্যবিরোধী ছাত্র জনতা দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও আগুন দিয়ে পুরায়।    ফয়েজ আহমেদের পরিবারের লোকজন জানিয়েছন। ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ বর্তমানে যুক্তরাজ্য পলাতক এবং তার বাবা আওয়ামিলীগের সহকারি সাধারন সম্পাধক রশিদ আলী বর্তমানে পাশবর্তী দেশ ভারতে পলাতক রয়েছেন বলেও তার পরিবারের লোকজন জানান।
  ##