শ্রীমঙ্গলে যানজট নিরসনে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসনে পুলিশের অভিযান।

সোমবার ২১ আগষ্ট বেরা ১.২৫ মিনিটের সময়  শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে বাস স্ট্যান্ড ও রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্ট্যান্ড গাড়ী পার্কিং, আর রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে প্যাসেঞ্জার ওঠা নামানোর জন্য যানজটের সৃষ্টি হওয়ায় শ্রীমঙ্গল থানা প্রসাশন ও ট্রাফিক বিভাগ অভিযান করে দাড়িয়ে থাকা বাস ও অন্যান্য যানবাহন সরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ট্রাফিক পুলিশ  টিআই মিজান রহমান, অমিতাভ শেখর চৌধুরী।

অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন শ্রীমঙ্গল শহরে যানজটমুক্ত করতে শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে যাতে করে স্কুলে আসা শিক্ষার্থীদের কোন ধরনের সমস্যা না হয়।

তিনি আরও বলেন শ্রীমঙ্গল উপজেলায় আইনশৃঙ্খলা  মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই অভিযান।
অবৈধ পাকিং বন্ধ করতে শ্রীমঙ্গলবাসীর সহযোগিতা কামনা করছেন শ্রীমঙ্গল থানা প্রশাসন।