মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (১২ জুন) রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই নাজমুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রঘুনন্দপুর থেকে জুয়অ খেলারত অবস্থায় মো: জসিম মিয়া (৩৯), জিয়াউর রহমান (২৮), মোঃ দুলাল মিয়া (৩৮), মো: শাহজাহান মিয়া ও মুজিবুর রহমান (৫০) নামের ৫ জুয়অড়ীকে গ্রেপ্তার করেন। এসময় জুয়ার আসর থেকে নগদ ২ হাজার ৭৫০ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করেন পুলিশ সদস্যরা। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে সদর মডেল থানায় জুয়া খেলা আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।