মৌলভীবাজারে ৩০ টাকা খোলা বাজারে চাল বিক্রি শুরু

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেশব্যাপী চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) শুরু হচ্ছে।এই কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার সুলতানপুর ওএমএস কেন্দ্র এই কর্মসূচির উদ্ভোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক কাওছারুল ইসলাম সিকদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতি বিকাশ ত্রিপুরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, এই কার্যক্রম তিন মাসব্যাপি চলবে। জেলা ৪৪ হাজার ওএমএস কার্ডধারী পরিবার মাসে ১০কেজি চাল দেওয়া হবে। জেলার ২৩টি কেন্দ্রে সপ্তাহে ৫ দিন এই চাল বিক্রি হবে। প্রতিটি কেন্দ্রে ২শত ওএমএস কার্ডধারী এবং ২শত কার্ডছাড়া নিম্ন আয়ের মানুষেরা এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে আটাও দেওয়া হবে বলে জানা গেছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘ওএমএস কার্ডদারী ছাড়াও নিম্ন আয়ের মানুষজনও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই সুবিধা ভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *