মেডিক্যাল ক্যাম্প’ পরিচালনায় ফারিয়ার সাথে শ্রীমঙ্গল প্রেসক্লাবের মতবিনিময়

মোঃ আমজাদ হোসেন বাচ্চু শ্রীমঙ্গল,

 

বন্যা পরবর্তী সময়ে মৌলভীবাজার জেলার দুর্গত এলাকায় রোগব্যাধিতে আক্রান্ত মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ‘মেডিকেল ক্যাম্প’ পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই লক্ষ্যে বুধবার (৬ জুলাই ২০২২) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সেমিনার রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাওছার ইকবাল, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল ও সদস্য সাইফুল হোসেন রাজু, যুগ্ম সম্পাদক এম এ রকিব, সদস্য আবুল ফজল আব্দুল হাই ডন ও সনেট দেব চৌধুরী।


অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; বাংলা ট্রিবিউনের প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রতিক্ষণ বার্তা সম্পাদক মোঃ আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক করতোয়া’র প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর প্রমূখ।