বড়লেখায় বন্যার কারনে পাহাড়ি টিলা ধসে ঝুকিপূর্ণ ভাবে বসবাস করছে প্রায় ১০০ পরিবার

শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধি

বড়লেখায় টানা বৃষ্টির কারনে পাহাড়ি টিলা ধসে পড়ায় ঝুঁকিপূর্ণ ভাবে জীবন যাপন করতেছেন প্রায় ১০০ টি পরিবার।

মঙ্গলবার (২১ জুন) বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ড পূর্ব মোহাম্মদ নগর এবং কড়িয়া গ্রামের প্রতিটি বাড়ি গিয়ে সরজমিন পরিদর্শন করেছেন দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আব্দুল মন্নান মনা। এসময় দেখা গেছে প্রায় প্রতিটি বাড়িতে টিলা ধসে পড়ে ব্যপক ক্ষতি হয়েছে। অনেকের আবার টিলা ধসে রাস্তা বন্ধ। কারো বাড়িতে টিলা ধসে যাওয়ায় পানি খাবার জন্য টিউবওল টি ও মাটির নিছে চাপা পড়েগেছে। এ জন্য অনেকে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারতেছেন না। যাতায়াত করতে কোনো ভাবে পারতেছেন না। কেউ কেউ আবার যাতায়াতের জন্য নিজ উদ্দ্যোগে কিছু কিছু মাটি সরাচ্ছেন,তবে মাটি বেশি পড়ায় কোনো ভাবে রাস্তা ক্লিয়ার করা যাচ্ছে না। অনেকটা ঝুকিপূর্ণ ভাবে বসবাস করতেছে এই গ্রামের পরিবার গুলো। গ্রামের অনেকে সহযোগিতা চেয়েছেন সরকারের কাছে। এ সময় প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন এ ভাবে ঝুকিপূর্ণ ভাবে না থেকে আমাদের বড়লেখার আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য সবাইকে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *