বড়লেখায় নিখোঁজের ১৩ ঘন্টা পর লাশ উদ্ধার

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ১৩ ঘন্টা পর আব্দুল আজিজ কয়েছের (৪৪) লাশ ভেসে উঠেছে।

রোববার(৩ জুলাই) সকাল নয়টায় উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার (০২ জুলাই) রাত ৮ টায় নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। নিহত আব্দুল আজিজ কয়েছ গাজিটেকা গ্রামের মৃত সফিক উদ্দিন বলাইর ছেলে।

জানা গেছে, শনিবার (০২ জুলাই) রাত ৮ টায় আব্দুল আজিজ কয়েছ ও তার বড়ভাই আব্দুল রউফ নৌকা দিয়ে মাছ ধরতে উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দে যান।

এসময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে আব্দুল রউফ সাঁতরে পারে উঠতে পারলেও আব্দুল আজিজ কয়েছ বন্যার পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। খবর পেয়ে রাত ৮.৩০ সময় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে রাত অনেক হওয়ায় তারা উদ্ধার অভিযান চালাতে পারেনি।

এদিকে রোববার সকাল নয়টায় আব্দুল আজিজ কয়েছের (৪৪) লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন।

উল্লেখ্য যে আব্দুল আজিজ কয়েছ বেশ কিছু দিন পূর্বে তালিম পুর থেকে গাজিটেকায় নতুন বাড়ি করে আসেন।

Leave a Reply