মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “বিশ্বের সকল জাতির ভাষার সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সব ভাষা রক্ষা করতে হবে। বিশ্ব থেকে অনেক জাতিগোষ্ঠীর ভাষা হারিয়ে গেছে এবং এ ধারা আজও অব্যাহত রয়েছে। ইউনেস্কোর মতে প্রতি ২ সপ্তাহে বিশ্বে একটি ভাষার মৃত্যু ঘটছে। একটি ভাষার মৃত্যূ মানে একটি সংস্কৃতির মৃত্যু। একটি ভাষা হারিয়ে যাওয়া মানে বিশ্ব থেকে একটি ঐতিহ্য হারিয়ে যাওয়া। ভাষার উপর আগ্রাসন ও বৈষম্যের প্রতিবাদে ১৯৫২ সালে বাঙালি জাতি ক্ষোভে ফেটে পড়েছিল। অথচ বিশ্বে আজও ভাষাগত বৈষম্য ও আগ্রাসন শেষ হয়নি। আজও মাতৃভাষা অনেক স্তরে উপেক্ষিত।” গত ১৯ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হরিকেল সাহিত্য পরিষদ আয়োজিত ৫ দিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাহিত্য উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো বলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাহিত্য উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শেখ ফজলে এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব সিদ্দিকী হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট্ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, সরকারি বৃন্দাবন কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড. আজহার শাহীন, হবিগঞ্জ জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধূরী, প্রাক্তন পৌর কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহমেদ টিটু। স্বাগত বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমিন। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন হরিকেল সাহিত্য পরিষদের সভাপতি শেখ ফজলে এলাহী।
উদ্বোধনী দিনটিকে দেওয়ান গোলাম মোর্তাজা দিবস হিসেবে ঘোষনা দেয়া হয়। দেওয়ান গোলাম মোর্তাজার সাহিত্যকর্ম নিয়ে কবি পারভেজ চৌধুরী লিখিত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্যিক সিদ্দিকী হারুন। সাহিত্য উৎসব উপলক্ষ্যে প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বইমেলা, উদ্যোক্তা মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলাসহ দেশের বাইর থেকে প্রতিথযষা সাহিত্যিকগণ উপস্থিত থাকছেন আলোচক হিসেবে। প্রথমদিন হতে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হচ্ছে হবিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। আগামী ২৩ ফেব্রুয়ারী সমাপ্তি ঘটবে হবিগঞ্জ জেলায় প্রথমবার মতো আয়োজিত ৫ দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাহিত্য উৎসবের।