বাজার সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কি না খতিয়ে দেখতে হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি বাজার সিন্ডিকেটের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করতে পারে। খতিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কোন দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে? প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করাতে আমি সিঙ্গাপুর গিয়েছি। তিন মাসের ব্যবধানে সেখানে দুই গুণ, তিন গুণ, চার গুণ পর্যন্ত দ্রব্যমূল্য বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি ফলমূলের দাম তিন-চার গুণ বেড়ে গেছে। আমেরিকা, ইউরোপ, উন্নত-অনুন্নত বিশ্বেও এ সংকট চলছে।
আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার নিষ্ক্রিয় বসে নেই। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় গৃহীত সব কৌশল যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে।