বন্যার্তদের মাঝে জুড়ী থানা পুলিশের খাবার বিতরন

মোঃ জাকির হোসেন মৌলভীবাজার প্রতিনিধিঃ

বন্যার্তদের সহায়তায় অব্যাহত আছে মৌলভীবাজার জেলা পুলিশের কার্যক্রম।

মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশের উদ্যোগে জুড়ী উপজেলার বন্যা কবলিত চারটি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পানিবন্দি অসহায় মানুষদের জন্য জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও জুড়ী থানা পুলিশের একটি দল আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার নিয়ে পৌঁছান।

এসময় তিনি বন্যার্তদের মাঝে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধও বিতরণ করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা বন্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছি। জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। খাদ্য ও নিরাপত্তার বিষয়টিও দেখভাল করছে থানা পুলিশ।

Leave a Reply