শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজের জন্মদিন উপলক্ষে এতিখানায় শীতবস্ত্র উপহার প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ ঘটিকায় বড়লেখা পৌর শহরের জামেয়া হুফাজ্জুল কোরআন মাদ্রাসা এতিমখানায় নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় মোহাম্মদ আব্দুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন তৈয়বুননেছা খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রভাষক এম এ রাব্বানী, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মোহাম্মদ হানিফ পারভেজ,
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামেয়া হুফাজ্জুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার সহকারী অধ্যক্ষ আব্দুল বাছিত, নিসচার প্রচার সম্পাদক নূরে আলম মোহন, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন, সাধারণ সদস্য সাইফুর রহমান মুন্না, সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের প্রতিনিধি শাহীন আহমদ প্রমুখ। পরে জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজের জন্মদিন উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়া হুফাজ্জুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ ইমাম উদ্দিন।
উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ও আমেরিকা প্রবাসী আবু সায়েমের অর্থায়নে ২১ জানুয়ারি শনিবার দুইশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় তারই ধারাবাহিকতায় আজ এতিমখানায় শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। এতিমখানায় এ কর্মসূচি চলমান থাকার কথা রয়েছে। তাছাড়া প্রতি বছরের মতো এবারো সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে সাথে সৌজন্য সাক্ষাত ও শীত উপহার সামগ্রী প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।