প্রথম স্ত্রী যুক্তরাজ্যে, দ্বিতীয় বিয়ে করলেন সাবেক সাংসদ

ষাট বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু। রবিবার (১৫ মে) দুপুরে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু অনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তার দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে হয়েছে।

জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবুর ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী ও দুই বিবাহিত সন্তান যুক্তরাজ্যে বসবাস করেন।

নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে এম এ মুনিম চৌধুরী বাবু ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে পরিচয় হয় একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে তানিয়া আক্তারের সাথে।

রবিবার (১৫ মে) বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বিশাল গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন বিয়েতে অংশগ্রহণ করেন। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বাড়ি ফেরেন মুনিম চৌধুরী বাবু। এদিকে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর বিয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বলেন, আমার প্রথম স্ত্রী দুই সন্তান যুক্তরাজ্যে বসবাস করেন, দেশের আসেন না। বাংলাদেশে আমি একাকি জীবন অতিবাহিত করছি এজন্যই মূলত পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।