চলমান এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রধান শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা

শাহরিয়ার শাকিল, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক রঞ্জন দাস এর চলমান এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা।

১. পরীক্ষার রুটিন অনুযায়ী সকল পরীক্ষা সকাল ১১ টায় শুরু হবে।
২. সকল পরীক্ষার্থীকে সকাল ১০-৩০মিঃ এর আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
৩. পরীক্ষার এডমিট কার্ড এর কয়েকটি ফটোকপি করে বাসায় সংরক্ষণ করবে , যেন কোন কারণবশতঃ মূলকপি হারিয়ে গেলে ফটোকপি প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা চালিয়ে নেওয়া যায়।
৪. পড়ার টেবিলের সামনে সদ্য সংশোধিত পরীক্ষার রুটিনের এক কপি লাগিয়ে রাখবে ।
৫. পরীক্ষার একটি বিষয় শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী পরীক্ষার বিষয় রুটিন দেখে নিশ্চিত হয়েই প্রস্তুতি নিবে ।
৬. পরীক্ষার পূর্ব রাতে কখনই রাত জাগবে না । যথা সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পড় সকালে তাড়াতাড়ি উঠে রিভিশন দিবে ।
৭. পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, কলম, পেনসিল, ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র ফাইলে করে রাখবে ।
৮. হালকা ব্যবহারকৃত কিছু কালো বলপয়েন্ট কলম রাখবে তাতে হাতের লিখার গতি পাবে।
৯. পরীক্ষার খাতার OMR ও নৈব্যত্তিক উত্তরপত্রে রোল নম্বর ,
রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই ইংরেজিতে নাম্বার লিখবে এবং খুবই সতর্কতার সাথে বৃত্ত ভরাট করবে। এক্ষেত্রে কালো বল পয়েন্ট কলম ব্যবহার করবে কোন অবস্থাতেই নীল পেন্সিল বা কালো জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করবে না ।
১০. সতর্কতার সাথে বৃত্ত ভরাট করতে গিয়েও যদি ভুল হয়ে যায় তবে টেনশন না করে পরীক্ষার হলের দায়িত্বরত কক্ষ প্রত্যবেক্ষককে অবশ্যই বলবে । উনি ঠিক করে দিবেন । আর ভুল হওয়ার পরেও সঠিক নাম্বারটি অবশ্যই বৃত্ত ভরাট করে দিবে ।
১১. নৈর্ব্যক্তিক প্রশ্ন পাওয়ার পর সবার আগে সেট কোড দেখে তা সঠিকভাবে বৃত্ত ভরাট করবে । সেট কোডের ভুল সংশোধন করা যায় না।
১২. পরীক্ষার্থীদেরকে অবশ্যই স্ব স্ব বিদ্যালয়ের নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করেই পরীক্ষার হলে প্রবেশ করবে এবং পরীক্ষার হলের পর্যবেক্ষক ও সহপাঠীদের সাথে সুন্দর ব্যবহার করবে ও সুসম্পর্ক বজায় রাখবে ।
১৩.পরীক্ষাকে ভয় না পেয়ে নিজের অর্জিত জ্ঞান আনন্দের সাথে বহিঃপ্রকাশের সুযোগ হিসেবে গ্রহণ করবে ।
১৪. পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন সময়ে এমন সব কার্য থেকে দূরে থাকবে যাতে অসুস্থ হয়ে যাওয়া, হাত , হাতের আঙ্গুল বা চোখ আঘাত প্রাপ্ত হতে না হয়।
১৫. পরীক্ষার হলে তোমার সিটের আশেপাশে অপ্রয়োজনীয় কোন কাগজপত্র থাকলে তা পত্যবেক্ষকের দৃষ্টিতে আনবে, বা পরিষ্কার করে ফেলবে।
১৬. পরীক্ষার হলে যাতায়াতের সময় সতর্কতার সহিত সময়মত আসা যাওয়া করবে।
পরিশেষে সকলের সফলতা কামনা করি ।

দীপক রঞ্জন দাস
প্রধান শিক্ষক
দাসের বাজার হাইস্কুল
বড়লেখা, মৌলভীবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *