গোলাপগঞ্জ বারকোট গ্রামে হোপ হাউসের উদ্যোগে অর্ধশত শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন।

 

গোলাপগঞ্জ প্রতিনিধি ঃ

সিলেটের গোলাপগঞ্জ বারকোট গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী ড. মোঃ এমাদ উদ্দিন আহমেদের আন্তরিক প্রচেষ্টা ও অর্থায়ানে “হোপ হাউসের উদ্যোগে পাঠদান কর্মসূচীর বার্ষিক সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯.৩০ ঘটিকায়
হোপ হাউজের প্রেসিডেন্ট ছালেহ আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ফরিজ উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও ইসলামী চিন্তাবিদ রাফিয়া সুলতানা উদ্দিন।

বিদ্যুৎ পুরকায়স্থের পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন ,
আমেরিকা প্রবাসী হোপ হাউসের প্রতিষ্ঠাতা ড. মোঃ এমাদ উদ্দিন আহমেদ।

তাছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ” হোপ হাউস এর প্রধান উপদেষ্টা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাবেক) পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মুজিবুর রহমান,
ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বৃন্দ , ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান,
ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক রশীদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ছায়াদ আহমদ,
অনুষ্ঠান শেষে অত্যন্ত আন্দঘন পরিবেশে
অর্ধশত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও নগদ অর্থ সহ মূল্যবান পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়।