নিজস্ব প্রতিবেদকঃ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত কবি কন্ঠে বলেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। মানুষের এ শিরোনাম টি যুগে যুগে প্রমানিত হচ্ছে সত্যবাদি নিয়ায় পরায়ন লোভ লালসা বিহীন সত্যবাদি মানুষের কর্ম দক্ষতার মাধ্যমে। তেমনি উপমহাদেশের কবিরাজ জগতের অন্যতম একজন কবিরাজ গুরু বকুল। যার কর্ম দক্ষতা সততায় মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করছে দেশ-বিদেশে।
বর্তমান প্রেক্ষাপটে যারা কবিরাজি চিকিৎসা করছেন বেশির ভাগ ভুয়া প্রতারক ও ভন্ড।এ চিকিৎসায় সাধারণ মানুষ প্রতারনার শিকার হচ্ছেন। কথিত কিছু কবিরাজ তান্ত্রিক, ঝাড়ফুক, অপবিজ্ঞান নিয়ে কাজ করছেন তারা নিজেকে অনেক বড় মনে করেন।কথিত একজন কবিরাজ মনির হোসেন নামের এক প্রতারক ভন্ড না জেনে না বুঝে অন্যএকজনের কথাশুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা কতটুকু যুক্তিযুক্ত হলো? কোন মানদন্ডের উপর বৃত্তি করে এমনহীন মনমানসিকতা কাজ করছে তা অহেতু ভন্ডামি ছাড়া আর কিছু নয়। কবিরাজি মনির হোসেনের বিরুদ্ধে এপ্রতিবেদকের কাছে অনেকে অভিযোগ করেছেন। পরবর্তী প্রতিবেদনে তুলেধরা হবে।
এ জগতের একজন গুরু নিজাম উদ্দিন তিনি গুরু বকুল সম্পর্কে বলেন, বর্তমান সময়ে কবিরাজি তান্ত্রিক অপবিজ্ঞান নিয়ে যারা দেশ-বিদেশে কাজ করছেন তাদের মধ্যে গুরু বকুল, কবিরাজি তান্ত্রিক জগতের এক পথ প্রর্দশক। উনার অনেক শিষ্য ভক্তবৃন্দ ভারত,পাকিস্তান, মালদিপ,নেপাল পাকিস্তান, ভৃটান ও বিভিন্ন দেশে রয়েছে।
গুরু বকুল একজন সাদা মনের মানুষ তার চিন্তা চেতনা মনমানসিকতা একমাত্র মানুষের কল্যানে কাজ করা। এ পযন্ত উপমহাদেশে লক্ষ লক্ষ মানুষ গুরু বকুলের চিকিৎসা সেবায় আরগ্য লাভ করছেন। গুরু বকুল শুধু একজন কবিরাজ নয় মানব সেবক মানুষের সেবায় নিবেদিত সহায়তাকারী বন্ধু।
যারা কাছে থেকে গুরু বকুল কে দেখেছেন তার বুঝতে পারছেন গুরু বকুল কবিরাজ জগতের এক আশ্চর্য শক্তি।