ডেস্ক রিপোর্টঃঃ
সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস। টানা দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে। গতকাল শনিবার (১৮ই জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে গত (শুক্রবার ১৭ই জানুয়ারি) ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্ৰি রেকর্ড করা হয়েছিল।
কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজনের বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবে খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে সকালেই বেরিয়েছেন।
দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বিশেষ করে হাওর পাড়ের বোরো চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, গত শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে। আজও রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী শীত বাড়তে পারে।
এদিকে দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার (২০শে জানুয়ারি) থেকে এ শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে শৈত্যপ্রবাহ না থাকলেও আগামী দুই দিন রবি ও সোমবার শীত বেশি বাড়তে পারে। এই দুই দিনে অন্তত ১-২ ডিগ্রি করে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।