জেলা প্রতিনিধি-
ঈদ যাত্রা হোক নির্বিঘ্ন। কখনো না পৌঁছানোর চেয়ে দেরীতে পৌঁছানো শ্রেয়।
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বৃহস্পতিবার (০৭জুলাই) মৌলভীবাজার জেলার মোহাম্মদ জাকারিয়া পুলিশ সুপারের নির্দেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ।
ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর- সিলেট চেকপোস্ট, রাজনগর থানার চেলারচক চেকপোস্ট ও শ্রীমঙ্গল থানার মুছাই চেকপোস্টে ট্রাফিক আইন ও ট্রাফিক সিগনাল সম্পর্কে সাধারণ মানুষ ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়। এসময় চালক ও যাত্রীদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।