ইসরায়েলকে দেওয়া ‘রেড লাইন’ নিয়ে দুরকম কথা বললেন বাইডেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে গাজায় যুদ্ধ পরিচালনা করছেন, তা তাঁর দেশকে সহায়তা করার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে এ যুদ্ধে ইসরায়েলের জন্য রেড লাইন (চূড়ান্ত সীমা) নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন তিনি।

জো বাইডেন সতর্ক করে বলেছেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘রেড লাইন’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না।

যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ও ওয়েবসাইট এমএসএনবিসি গতকাল শনিবার ইসরায়েলকে নিয়ে বাইডেনের এমন পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্যসংবলিত একটি সাক্ষাৎকার প্রচার করেছে।