বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ
শিক্ষা ও কর্মক্ষেত্রে অসামান্য অর্জন এবং সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক পরিমন্ডলে যুক্তরাজ্য থেকে অর্জিত শিক্ষা ও গবেষনার প্রভাব বিবেচনা করে সায়েন্স এন্ড সাস্টেইনেব্যালিটি ক্যাঠাগরিতে স্টাডি ইউকে এলামনাই এওয়ার্ড ২০২৫ এ ফাইনালিস্ট হয়েছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও ইউকে এলামনাই ড. মোহাম্মদ আবদুল মোমেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক যুক্তরাজ্য সরকার প্রদত্ত সম্মানসূচক কমনওয়েলথ স্কলারশিপ দু’বার অর্জন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের লিডস বেকেট ইউনিভার্সিটির এপ্লাইড গ্লোবাল ইথিকস থেকে পিস এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স এবং পরবর্তিতে ২০১২ সালে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ এর ফ্যাকাল্টি অব ল’ এন্ড সোস্যাল সায়েন্স থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পিএইচডির জন্য তিনি কমনওয়েলথ স্কলারশিপ পান।
যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি ২০১৮ সালে শাবিপ্রবিতে পুণরায় শিক্ষকতায় যোগ দেন এবং ২০২২ সালের ডিসেম্বর মাসে ঐ বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে নিয়োগ পান। একাডেমিক জগতের বাইরে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক জলবায়ু ন্যায্যতা, সামাজিক ন্যায়বিচার, ইক্যুইটেবল গভার্নেন্স, প্রান্তিক জনগণের অধিকার এবং পরিবেশগত স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন কর্মকান্ডে অংশ নেন।